
সুন্দরবনের পক্ষীরচরে ডুব চরে আটকে পড়া ফিশিং ট্রলার সহ সাত জেলিকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ (২৩ মার্চ) রবিবার ভোর ৪ টায় ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুব চড়ে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্ট গার্ড পশ্চিম জোন কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্ট গার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন। উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের শরণখোলা থানার বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]