
রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পল্লবী থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। সেখানে ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০)।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের নামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]