
মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুসহ সব ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শুক্রবার ( ১৪ মার্চ ) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কাফন মিছিল শুরু করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলের আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, বিগত ছয় মাসে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার সক্ষমতা নেই। নারীরা বাইরে যেতে পারছেন না, ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। যার বহিঃপ্রকাশ এই ধর্ষণের ঘটনাগুলো।
উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে সৈকত আরিফ বলেন, অনেক ছাত্রনেতা সাংগঠনিক কাজে ঢাকার বাইরে থাকলেও তাদের অনেকের নামে মামলা দেওয়া হয়েছে।
এসময় তিনি ছাত্রনেতাদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিনাত আরা বলেন, জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সব নিপীড়নের বিরুদ্ধে। তা আমাদের ভুলে গেলে চলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আমলাতন্ত্রের সঙ্গে পেরে উঠছেন না, পুলিশের সঙ্গে পেরে উঠছেন না। তাই আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।
তিনি আরও বলেন, মাগুরার শিশুটিসহ সব ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
সমাবেশ শেষে কাফন মিছিলে ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিপীড়কের আস্তানা, জ্বালিয়ে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে আমি কে, আছিয়া মুনিয়া’, ‘ধর্ষকের আস্থানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ নানা স্লোগান দেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]