নড়াইলে ১৭ মামলার আসামি ধলা বাবুলসহ গ্রেফতার ২
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯
নড়াইলে ১৭ মামলার আসামি ধলা বাবুলসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭মামলা আসামি বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।


তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ২টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলা কুদসী এলাকায় অভিযা চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাইকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল
একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।


লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জানান, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ
তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com