দৌলতপুরে শীর্ষ সন্ত্রাসী সাইদ গ্রেফতার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
দৌলতপুরে শীর্ষ সন্ত্রাসী সাইদ গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল ওরফে সাইদকে (৩৫) গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয়।


সন্ত্রাসী সাইদ দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মণ্ডলের ছেলে। গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে পদ্মার চরের বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সে হত্যা মামলার প্রধান আসামি।


এছাড়াও এলাকায় বালুর ঘাট দখল, অবৈধ ভাবে বালু উত্তোলন, অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানা অপরাধের অভিযোগও রয়েছে তার বাহিনীর বিরুদ্ধে।


গ্রেফতারকৃত সাইদের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার প্রধান আসামি সাইদ গ্রুপের প্রধান সাইদকে রাজধানী ঢাকা
থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞাসা শেষে আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠাবো। সাইদের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com