
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের এক মাত্র ছেলে। শিশু ফায়েজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের স্বজনরা দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। এরপর তারা শিশু ফায়েজকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকে জানলাম। খোঁজ নিয়ে দেখছি কি ঘটনা ঘটেছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]