
ময়মনসিংহের ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক পল্টন (৫০), তিনি হোসেনপুরের বাসিন্দা। একই ঘটনায় সিএনজির চার যাত্রী আহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধীতপুর বাজারে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকাগামী সিএনজি ও গফরগাঁওগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার এসআই দুলাল চন্দ্র কুণ্ডু জানান, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]