সরকারি উদ্যোগে ভাষা সৈনিক আব্দুল ওয়াহেদ ও আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩১
সরকারি উদ্যোগে ভাষা সৈনিক আব্দুল ওয়াহেদ ও আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের সাবেক কলকাতার এসেম্বলির সদস্য যুক্তফ্রন্টের এমএলএ ৫২,র ভাষা সৈনিক মৌলানা আব্দুল ওয়াহেদ বোকাই নগরী ও তার পুত্র আব্দুল কুদ্দুস বোকাই নগরীর কবর জিয়ারত করলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।


এ সময় উপস্থিত ছিলেন গবেষক সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আলামিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সহ-সভাপতি সাংবাদিক মো. হুমায়ুন কবির, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক মাহফুজুর রহমান, রিপন, আব্দুল ওহাহেদ বোকাই নগরীর ছেলে বোকাই নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বোকাই নগরী ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার কামরুল হাসান, ভাষা সৈনিক আব্দুল কুদ্দুস বোকাই নগরীর ছেলে আব্দুল ওয়াহাব মুনির, শরীফ বোকাইনগরীসহ আরো অনেকে।


উক্ত আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন-এর সুপারভাইজার কামরুল হাসান দোয়া পরিচালনা করেন।


২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১১ টায় আব্দুল ওয়াহেদ বোকাই নগরী ও আব্দুল কুদ্দুস বোকাই নগরীর কবর জিয়ারত করলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।


এসময় নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান ভাষা সৈনিকদ্বয়ের কবর পাকাকরণসহ আগামীতে যাতে মরহুম ভাষা সৈনিক মৌলানা আব্দুল ওয়াহেদ বোকাইনগরী রাষ্ট্রীয়ভাবে ২১ শে পদকে ভূষিত হতে পারেন তার সার্বিক ব্যবস্থা করার ঘোষণা দেন।


উল্লেখ্য, তৎকালীন পাকিস্তানি সরকার ভাষা আন্দোলনের সময় ১৫৪ ধারা জারি করলে, গৌরীপুরের নেতৃবৃন্দ ৫৪ ধারা ভেঙ্গে চোঙ্গা ফুকিয়ে বাংলা ভাষার স্বপক্ষে প্রচার পত্র, বিতরণ, পথ সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল করে। তাছাড়া ২৩ ফেব্রুয়ারি রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গৌরীপুর ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকে তীব্রতর করে জনমত গঠন করে। এ কারণে গৌরীপুরের ১৯ জন ভাষাসৈনিকের নামে হুলিয়া জারি করে এর মধ্যে ভাষা সৈনিক কলকাতার এসেম্বলির সদস্য মৌলানা আ. ওয়াহেদ বোকাই নগরী ও ভাষাসৈনিক আ. কুদ্দুস বোকাইনগরীর নাম ছিল। আ. কুদ্দুস বোকাইনগরীকে পুলিশ গ্রেফতার করে। তিনি দীর্ঘ ৯ মাস কারাভোগ করেন।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com