
জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত (১২টা ১মিনিটে) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ কর্মসুচি শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইসলামপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বিবার্তা/হারুনী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]