
দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রার উদ্বোধন হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাকেরহাট জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে খানসামা ভূমিহীন সমিতির আয়োজনে এই পদযাত্রার সূচনা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় এ কর্মসূচি চলবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে উপজেলার আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে যাতে সচেতনতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহরিয়ার জামান শাহ নিপুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায় ও গোলাম আজিজ মিঠু, নিজেরা করি ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সহ-সভাপতি বিমল চন্দ্র রায়, রাজশাহী বিভাগীয় সংগঠক মমিনুল ইসলাম, খানসামা নিজেরা করি সংগঠনের কল্যাণী রায়, সাংস্কৃতিক পদযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক লতিকা রানী রায় প্রমুখ।
পদযাত্রায় বাল্যবিবাহ ও যৌন হয়রানির ক্ষতিকর দিক তুলে ধরে গান, নৃত্য ও নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন নারী শিক্ষার্থীরা।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]