
রাজবাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি সান্যাল কালুখালী উপজেলার হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে রাজবাড়ী আসার পথে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি সান্যাল। জানা যায়, শিউলী সান্যাল শারীরিক ভাবে অসুস্থ ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]