দৌলতপুরে পাঁচ জাসদ নেতা হত্যার ২৬তম বার্ষিকী পালিত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪
দৌলতপুরে পাঁচ জাসদ নেতা হত্যার ২৬তম বার্ষিকী পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৬তম বার্ষিকী পালিত হয়েছে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।


পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউর রহমান মাসুমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুর রহমান, মো. সিরাজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন ও শহীদ ইয়াকুব আলীর বড় ছেলে ইউসুফ আলী রুশো। স্মরণ সভা পরিচালনা করেন পিএম কলেজের সহকারী অধ্যাপক মো. সফিউল ইসলাম হানিফ।


এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের
সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমসের মন্ডল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।


হত্যাকাণ্ডের ঘটনায় সেসময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়। হত্যার ঘটনায় আদালত ১০ আসামীর ফাঁসি ও ১২ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে ৩ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com