এক সপ্তাহে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ২০:২৮
এক সপ্তাহে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ নগরের পাশাপাশি গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্টরা সেটা নিতে পারেনি। ফলে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।


স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৮ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৮৩৪ জন হাসপাতালে, ৯ নভেম্বর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ১৯৫ জন হাসপাতালে, ১০ নভেম্বর দুইজনের মৃত্যু এবং এক হাজার ১৭৯ জন হাসপাতালে, ১১ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৯১২ জন হাসপাতালে, ১২ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ১৩৯ জন হাসপাতালে, ১৩ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৮৩৩ জন হাসপাতালে, ১৪ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি মাসে (নভেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১৩ হাজার ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ৪৮ জন।


এ ছাড়া চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ৪৬০ জন। মারা গেছেন ৩২৬ জন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com