
দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে কয়েক হাজার ট্রেন যাত্রী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে স্টেশনের ৪ নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। চালক আব্দুস সামাদের দক্ষতায় ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রণে আসে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।
ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পার্বতীপুর সিগন্যাল মাস্টার নুর কুতুব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]