
সাভার প্রতিনিধি
সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে নানা জাতের গোলাপ বাগানে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ফুলের সুবাস নিতে বাগানে ছুটে আসছেন ফুল প্রেমী মানুষ।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেন গোলাপ বাগানে দর্শনার্থীরা। এতে করে ফুল চাষীদের ফুল বিক্রি বেড়েছে কয়েক গুন। এতে করে সৌন্দর্যের প্রতীক গোলাপ ফুল বিক্রি করে ভালো দামও পাচ্ছেন চাষীরা। ফুলের দাম বেশী হওয়ায় এই ইউনিয়নের কয়েকশ ফুল চাষীদের মুখে হাসি ফুটেছে।
সাভার উপজেলা কৃষি অফিস জানায়, এবার বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকশ হেক্টর জমিতে লাল, সাধাসহ বিভিন্ন প্রজাতির ফুল চাষ করেছেন প্রান্তিক চাষিরা। প্রতিদিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে মানুষজন গোলাপ বাগানে ছুটে
আসছেন। কেউ কেউ ফুলের সাথে ছবি তুলে নিজের মুহূর্তে বন্দি করছেন মোবাইল ক্যামেরায়। ফুল চাষিদের সাধারণের সহযোগিতা দিচ্ছেন উপজেলা কৃষি অফিস।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]