
সাভারের আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হামলা ও ভাঙচুর চালায়।
শাহাব উদ্দিন মাদবরের স্ত্রী জানায়, রাত আড়াইটার দিকে অর্ধশতাধিক মুখোশধারী লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে গেটের নিরাপত্তাকর্মীদের সড়িয়ে বাড়িতে প্রবেশ করে অফিস ভাঙচুরের পাশাপাশি চারটা প্রাইভেট কার ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে তাণ্ডব করে চলে যায়। এসময় তারা বাড়ির নিরাপত্তাকর্মী নুরুল আমিনকে মারধর ও তার টাকা মোবাইল লুটে নিয়ে যায়। এঘটনায় তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কি কারণে দুর্বৃত্তরা মলা করলো বাড়ি ঘরে তা বলতে পারেনি তিনি।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]