
ভারতীয় ভ্যাকসিন ইঞ্জেকশন এবং ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।
আটক ভারতীয়রা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছিলেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদেরকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, ভারতীয় ঔষুধের শুল্ক প্রদানের কোনো রশিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। কর ফাঁকি দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে আনার দায়ে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, আসামিদেরকে আদালত পাঠানো হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]