ভালুকায় তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫
ভালুকায় তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। নিহত তোফাজ্জল হবিরবাড়ী এলাকায় ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। শহীদ তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।


বিবার্তা/সাজ্জাদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com