
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহির ডাঙ্গা গ্রামে গলায় ফাঁস দিয়ে আনিকা খানম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের সবুজ শেখের স্ত্রী এবং নড়াগাতী থানার পুটিমারি গ্রামের জাহিদ বিশ্বাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে আনিকা খানম নিজ ঘরের ভিতর গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কালিয়া থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহ তাদের হেফাজতে নেয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম রোববার দুপুরে জানান, ঘটনা শোনার পর কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আনিকা খানমের গলায় ফাঁস নেওয়ার দাগ রয়েছে। তবে কী কারণে আনিকা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]