
ময়মনসিংহের গৌরীপু্র ১ ফেব্রুয়ারি (শনিবার) বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিবিড় পল্লীতে প্রতিষ্ঠিত অধ্যাপক ডা. মুক্তাদিরের স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ডা. মুক্তাদির চক্ষু হাসপালের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
হাসপালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মুক্তাদির এর সভাপতিত্বে ও ডা. মালিহা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রাক্তন অধ্যাপক ডা. মাহমুদা খাতুন।
বিশেষ অতিথি উপজেলা নিবাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসের, সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা,অফিসার ইনচার্জ মীর্জা, মীর্জা মাযহারুল আনোয়ার আনোয়ার প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সম্মিলিত ভাবে স্মৃতি জাদুঘর উদ্ধোধন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যাপক ডা. মুক্তাদির গিটার বাজানোসহ সংগীত পরিবেশন করেন।
বিবার্তা/কবির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]