
উৎসবমুখর পরিবেশে পাবনায় ভাষার মাস স্মরণে মাসব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অমর একুশে বইমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
অমর একুশে বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সভাপতিত্বে ও অমর একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল আউয়াল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান।
এ মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক প্রকাশকদের আগমনে উৎসব মুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। মেলাতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও নতুন নতুন বইয়ের প্রকাশনী উৎসব থাকছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে বলে জানা গেছে।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]