
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারি চালিত রিক্সাগাড়িসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকা থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ীসহ তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল। মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে মফিজ মোল্যা (৪৮) একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মুরাদ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৮) ও পাল্লা (শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে ইসমাইল শেখ (২৫)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কবির উদ্দিন মন্ডল সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকার শামীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]