
বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ হোসেন, স্কাউট তালা উপজেলা শাখা বিদায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
ত্রি-বার্ষিক সম্মেলন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তালা উপজেলা শাখার সভাপতি শেখ মো. রাসেল, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিচুর রহমান, গ্রুপ সভাপতি আলমগীর হোসেন, মো. শাহাজান আলী, শেখ ফরিদ উদ্দীন, অজয় কুমার মন্ডল ও কমিশনার মো.আমিনুর রহমানকে সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।
বিবার্তা/সেলিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]