
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল জলিল (৬৫), আমজাদ (৬০), বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ (৪৫), ফজর আলী (৪০), সুলতান মাহমুদ (৪৫), রুপচাঁন (৩৫) রুবেল মিয়া (২২), পিপাসা বেগম (২৬), ছাহেরা বেগম (৫০), স্বপ্না খাতুন (২৩), টুকন মিয়া (৩২), আফজাল হোসেন (৫০), আয়নাল হক (৬০) ও জহুরুল ইসলাম (২৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমেই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিলের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ বিষয়ে আব্দুল জলিল বলেন, বাপ-দাদার ওয়ারিশের জমি নিয়ে আমজাদের সাথে বিরোধ চলছিল। আমরা জমিতে ধান লাগাতে গেলে আমজাদের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনকে আহত করেছে।
এদিকে নিজেদের জমি দাবি করে আমজাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জমিটি আমরা ভোগদখল করে আসছি। বৃহস্পতিবার জোর করে জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাঁধা দেই। পরে সে তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]