
জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেকের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন ওই ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলগাছা ইউনিয়নের সচিবসহ ৮ জন সদস্য স্বাক্ষরিত রেজুলেশনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই অপসারণের আবেদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আবেদন পত্রে বেলগাছা ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আলাল উদ্দিন উল্লেখ করেছেন বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকায় পরিষদের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে ইউনিয়নবাসী সরকারি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।
পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে ইউপি সদস্যদের নিয়ে এক জরুরি সভায় রেজুলেশনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে প্যানেল চেয়ারম্যান- (১) মো. বাবুল আকন্দকে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও ভোক্তভোগী স্থানীয় ছাত্রজনতা আওয়ামী লীগের নৌকা টিকিটের চেয়ারম্যান আব্দুল মালেকের বিরুদ্ধে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পর দীর্ঘ দিন ধরে পরিষদের অনুপস্হিত থাকাসহ ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে।
এ ব্যাপারে বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, আমি নিয়মিত পরিষদে বসি। আমার বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক নয়।
এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]