
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম সবুজ (২৫)।
২৬ জানুয়ারি, রবিবার বিকেলে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির মোমিনপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নাককাটি গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র।
নীলফামারী (৫৬) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১ এস হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশের অম্ভন্তরে মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের আগমনের গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির সদস্যরা ওই এলাকাথেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল সবুজ নামের যুবকটি।
আটক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মোবাইল ফোনসহ পঞ্চগড় সদর থানায় হস্তাস্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তীদেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যেকোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারীর নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তত বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]