
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে কসবার কুটি কালামুড়িয়া ব্রিজ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা ৪টি পাটের বস্তা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম ভূঁইয়া (৫০), কুটি ইউনিয়নের মৃত নান্নু ভূঁইয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]