
ফেনীর হাফেজিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের ধাক্কায় বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাসচালক।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের ফেনীর লেমুয়া হাফিজিয়া লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ফেনীর দিকে আসছিল। পথিমধ্যে লেমুয়া লালপুল হাফেজিয়া মাদরাসার সামনে বাসটি ওইখানে পূর্বে থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন ও দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মজিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]