হিলিতে
শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের দেড় ঘন্টা পর সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।


রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বন্দরের চারমাথা মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। ফেস্টুনে শিক্ষার্থীরা লিখেন প্রধান শিক্ষক এর অন্যায়ের প্রতিবাদ করায় গভীর রাতে প্রধান শিক্ষক মোবাইল ফোনে হুমকি দেয়।


শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার কথা শুনে ঘটনা স্হলে ছুটে আসেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।


শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মিলে না। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা আগেও অভিযোগ করেছে। আমরা সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রধান শিক্ষককের বদলির বিষয়ে চিঠি দেওয়া আছে। আজ রংপুর ডিডি মহোদয়ের সাথে আমি এবং শিক্ষার্থীরা মুঠোফোনে কথা বলেছি। যাতে দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষককের বদলির বিষয়টা নিশ্চিত করা হয়।


বিবার্তা/রব্বানী/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com