
নরসিংদীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নরসিংদী পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়।
চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
শিল্প ও বাণিজ্য মেলায় মোট স্টল রয়েছে ১০৫টি। মাসব্যাপী এই মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিনোদন জোন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগান, সারোয়ার হোসেন ভূঞা, ইফরান আহমেদ মোল্লা, এনায়েত সারজিদসহ অন্যরা।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]