
দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে খানসামা থানা পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি নজমূল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জুয়ারীদের আটক করে। এসময় অভিযানে ডাব্বু জুয়ার বক্স, ৬টি ডাব্বুর গুটি, ০১টি প্লাস্টিকের বোর্ড এবং এক বান্ডিল কার্ড জব্দ করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫) এবং মৃত ফলিল উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন (৫০)৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]