
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি (শনিবার) বিকেল ৩ টায় রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়।
৭নং দেওপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম বাসির ববির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বনাথ সরকার, সদস্য সচিব রকি, আব্দুল হামিদ বাবলু, গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী, এ্যাড. মো. আশরাফ মল্লিক, ডা. ফরিদ, জেলা কৃষক দলের সদস্য গোলাম দোস্তগীর রানা, জাকারিয়া সরকার, শহিদুল সরকার, মো. বিশারত মেম্বার, মো. আব্দুর রউফ, পবার বিএনপির সদস্য মো. গোলাম মুজাহিদ, শরিফুল ইসলামসহ কৃষকদলের নেতাকর্মীরা।
উপজেলা কৃষকদলের আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, শফিকুল ইসলাম (সমাপ্ত) এবং বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন জনাব আকুল হোসেন মিঠু।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]