
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি পৌর শহরের ঐতিহ্যবাহী নবারুণ পাঠাগার ও ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাসিব ও ছিদ্দান রানার্সআপ হয়েছে ৩ নং ওয়ার্ডের রাজু ও সানোয়ার।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টা ১৫ মিনিটে নবারুণ পাঠাগার ও ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি সুশান্ত কুমার, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন (রাসেল)।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সদস্য বাবুল হোসেন, আব্দুল মতিন, আশরাফুল মল্লিক, স্বপন, সাজু, রাফি সহ আরও গণ্যমান্য ব্যক্তি।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাকিমপুর হিলি পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাসিব ও ছিদ্দান এবং ৩ নং ওয়ার্ডের রাজু ও সানোয়ার দ্বৈত দল অংশ গ্রহণ করেন। খেলায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের রাজু ও সানোয়ার কে পরাজিত করে ৪ নং ওয়ার্ডের হাসিব ও ছিদ্দান দ্বৈত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
নবারুণ পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেল বলেন, হাকিমপুর হিলি পৌর শহর একটি সীমান্তবর্তী শহর। এখানে মাদকের ভয়াবহতা একটু বেশি। তাই মাদক থেকে তরুণ ও যুব সমাজকে দূরে সড়িয়ে রাখতে এবং শীতের রাতে পৌর শহরের খেলা প্রেমীদের বাড়তি আনন্দ দিতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]