চকরিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
চকরিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় গৃহবধূ উম্মে হাফসা তুহি’র স্বামী শওকত হাসান মেহেদীকে (২২) স্ত্রী হত্যার দায়ে আটক করেছে লামা থানা পুলিশ।


ঘটনার ৮ ঘন্টার মাথায় শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া হয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।


আটক মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজম উল্লাহ পাড়ার বাসিন্দা আবুল কাসেমের ছেলে।


সূত্র জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বিয়ের ৮ মাসের মাথায় শুক্রবার দুপুরে (১৭ জানুয়ারি) শওকত হাসান মেহেদী স্ত্রী উম্মে হাফসা তুহিকে ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় শাশুড়ি পারভীন আক্তারও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনার পরপরই খুনি মেহেদীর ছবিসহ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি লামা থানা পুলিশেরও দৃষ্টি গোচর হয়। এক পর্যায়ে খুনী শওকত হাসান মেহেদী কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া হয়ে গহীন পাহাড়ে পালানোর চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা কাঠালছাড়া ত্রিপুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে খুনী মেহেদীকে আটকের পর লামা থানায় সোপর্দ করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, আটক শওকত হাসান মেহেদীকে রাতেই চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/আরমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com