
দিনাজপুরের হাকিমপুর হিলিতে খেলার সময় মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারিয়া আক্তার ফারহা নামের (৪) এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার বোয়ালদাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফারহা ওই গ্রামের মিন্টু রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু মারিয়া আক্তার ফারহা বাড়ির পাশে গলীর রাস্তায় বন্ধু বান্ধবীর সাথে খেলার সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর তাকে অতিক্রম করে যায়। এসময় সামনে বিপরীত দিক থেকে আরো একটি ট্রাক্টর গলীর রাস্তায় প্রবেশ করলে ওই ট্রাক্টর চালক বেগ গিয়ার দিয়ে পিছনে আসতে থাকে। এসময় শিশু মারিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/রববানী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]