
জামালপুরের মেলান্দহে কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু ও তার পরিবার কর্তৃক মিথ্যা মামলা, রাস্তা আটকানোসহ জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে কমলাবাড়ী গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী জুয়েল আহম্মেদ, মো. ছফর আলী, মো. শাহজাহান, সুলতান মিয়া প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, ফুলকোচা ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মজনু ও তার পরিবার ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হয়রানি করছেন। মিথ্যা মামলাসহ হুমকি প্রদান, রাস্তা আটকে দেওয়া এবং জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
এসব বিষয়ে মেলান্দহ থানায় অভিযোগও দেওয়া হয়েছে। তাই সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে অভিযুক্ত মজনু তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন আমরা আগে জমি কিনেছি। তাই আমার বিরুদ্ধে অভিযোগগুলি সঠিক নয়।
বিবার্তা/ওসমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]