
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন মাধবদীবাসী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে মাধবদী বাজারে এলাকাবাসীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র হলো মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার। সমস্ত বাংলাদেশসহ এশিয়ার সবচেয়ে বড় কাপড়ের চাহিদার প্রায় ৭৫ শতাংশ মাধবদী ও শেখেরচর অঞ্চল থেকে পূরণ করা হয়।
১৮৫০ সালে মাধবদী বাজার এবং ১৯৩৫ সালে শেখেরচর (বাবুরহাট) বাজার গড়ে ওঠে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এ দুটো বাজার ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক সমৃদ্ধি পেয়েছে। এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং কেনা-বেচার জন্য যাতায়াত করে। মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে প্রায় ১০ লক্ষাধিক শ্রমিক।
তারা আরও বলেন, ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধির ফলে মাধবদী বাজারে রয়েছে প্রায় শতাধিক ব্যাংক, বীমা, এনজিও প্রতিষ্ঠান। প্রতি সপ্তাহে শেখেরচর (বাবুরহাট) বাজারে লেনদেন হয় ৫ হাজার কোটি টাকার অধিক। সরকারকে এই এলাকা থেকে সর্বোচ্চ রাজস্ব দেয়া হয়। একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের একটি মহলকে ভুল তথ্য দিয়ে অধিক অর্থ ব্যয় করে কৃষি সমৃদ্ধি দেশের ৪ ফসলি (উর্বর ফসলি) জমি নষ্ট করে সরকারি তহবিলের তিন গুণ অর্থ বেশি ব্যয় করার পাঁয়তারা করছে। ফলে সরকার যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার হারাবে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পুরাতন মহাসড়কের পাশে নতুন বাইপাস করতে যে পরিমাণ জমি প্রয়োজন সে পরিমাণ জমি হাইওয়ের রয়েছে। এতে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। তাই মাধবদীবাসীর দাবি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শিমুলতলা থেকে নরসিংদীর পাঁচদোনা বাইপাস প্রকল্প বাতিল করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রশস্ত করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার রক্ষা করার জন্য।
সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দাবি না মানে তবে মাধবদীবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, মাধবদী-শেখেরচর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, শাহজাহান হোসেন নয়ন, সাদেকুর রহমান গাজী প্রমুখ।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]