খানসামায় জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
খানসামায় জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
খানসামা দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উপলক্ষ্যে ৯ম বিজ্ঞান কুইজ, অলিম্পিয়াড প্রতিযোগিতা ও প্রকল্প মূল্যায়নের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মধ্য দিয়ে পরিষদ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।


এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, ওসি নজমূল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


মেলায় স্টল প্রদর্শনী জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মেরিট ক্রিয়েটিভ বালিকা শাখা এবং তৃতীয় হয়েছে নলবাড়ী উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে প্রথম খানসামা মহিলা কলেজ, দ্বিতীয় ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় খানসামা ডিগ্রি কলেজ নির্বাচিত হয়েছে৷


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com