
সাভারের হেমায়েতপুর শ্যামপুর তিব্বতের মোড় এলাকায় গত তিন বছর ধরে ব্যস্ত সড়কে জমে আছে আশপাশের বাসার পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসা-বাড়ি ও কলকারখানার পানি সেখানে জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে রোগবালাই।
এলাকাবাসী আক্ষেপ করে বলেন গত তিন বছর ধরে রাস্তাটির মোড়ে আধা কিলোমিটার এলাকাজুড়ে পানি জমে থাকে। পানি সরানোর কোনো ব্যবস্থাই নেই উপজেলা প্রশাসনের।
দুর্গন্ধ জনিত এই পানিতে পা পড়লেই মানুষজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসীর দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে পানি সরানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিবার্তা/বাশার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]