পঞ্চগড়ের দেবীগঞ্জে বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাফুফের ডেপুটি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এর গভার্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা প্রদান করেছেন দেবীগঞ্জের সাবেক এবং বর্তমান খেলোয়াড়বৃন্দ।


শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে উপজেলা খেলোয়াড় পরিবারের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।


দেবীগঞ্জের সাবেক ফুটবলার শাহিনুর রহমান বাবুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া, সাবেক ফুটবলার আতাহার হোসেন হারেজ, সাবেক ক্রিকেটার শাহিনুর রহমান গুড্ডু, সাবেক ফুটবলার সাদ্দাম হোসেন পাটোয়ারীসহ দেবীগঞ্জ উপজেলার খেলোয়াড়বৃন্দ।


এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল। আমরা চেষ্টা করব রাজনীতির উর্ধ্বে গিয়ে তৃণমূল পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার।


এরপর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বোদা উপজেলা শাখার উদ্যোগে বোদা শহীদ মিনারচত্তরে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। বোদা উপজেলা যুব দলের আহবায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি বলেন, কোন দলীয় বিবেচনা না নিয়ে ভাল খেলোয়ার তৈরি করতে ফুটবল ফেডারেশনকে শক্তিশালী করা হবে।


পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের প্রতিটি জেলায়ও শক্তিশালী ফুটবল টিম গঠন করা হবে। এর জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com