জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪
জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বিলের জমির পানি বের করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


১০ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপুর গ্রামের হাসানপুর বিলের জমির জমাটবদ্ধ পনি কেটে বের করা নিয়ে জাহাঙ্গীর মেম্বার ও মজনুর সাথে প্রতিপক্ষ আশা ও আসাদুলের কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর মেম্বার (৪০) ও তার বাবা নুর মহম্মদ (৬৫), মজনু (৪৭) ও তার ভাই হাবিবুর রহমান (৪৫) এবং ভাতিজা (২০), ফরিদ (৩৫), আশা (৪৫) ও আসাদুল (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসানপুর গ্রামের বিলের জমির পানি কেটে বের করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com