খানসামায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
খানসামায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খানসামা দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর টংগুয়া দাতাকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আনন্দ মোহন রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গুণী এই শিক্ষাগুরুর বিদায়বেলায় আবেগাপ্লুত হয়েছেন শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলেই।


জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার প্রসারের লক্ষ্যে দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক সমাজসেবক দাতাকর্ণ রায়ের দানকৃত জমিতে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় উত্তর টংগুয়া দাতাকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সে বিদ্যালয়কে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আনন্দ মোহন রায়। ৩২ বছরের চাকুরি জীবনের পুরোটা সময় কাজ করেছেন বিদ্যালয়ের উন্নতির জন্য। তাই তো কুড়িয়েছেন সকলের ভালোবাসা।


এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ। সংবর্ধনা শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী তাকে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছে দেন।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com