
পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ফাইম সাইদ আহমেদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি, আমেরিকান ডলার, চায়না ইউয়ান, ভারতীয় রুপিসহ ৫৫ হাজার ৮৮৮ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আটককৃত ফাইম সাইদ আহম্মেদে ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগের মৃত আবু আহম্মেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের আমতলী এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ফাইম সাইদ আহম্মেদ নামে ওই ব্যক্তি। এসময় বিজিবির টহল দল তাকে আটক করে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর দেয়নি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা ঐ ব্যক্তি ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় আমাদের বিজিবির টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সীমান্তে বিজিবি সব সময় তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক পাচার ঠেকাতে বিজিবি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
বিবার্তা/গোফরান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]