
নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাটা হয়েছে পায়ের কবজি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর পৌরশহরের উকিলপাড়া এলাকার পানমহল এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। পথে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কবজির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
পুলিশ সদস্য শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আসামিদের ধরতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]