
দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিমালায় কন্যা খ্যাত এ জেলায় ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। সেই সঙ্গে ৭ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র।
এরআগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন এই জেলার তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
গত বুধবারের (৮ জানুয়ারি) পর থেকে কমতে থাকে পঞ্চগড়ের তাপমাত্রা। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশা আর তীব্র শীতে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ফলে অনেকটাই শূন্য ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপও বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]