গৌরীপুরে
কোণাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
কোণাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ গৌরীপুরে ১১ নং কোণাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টায় গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এলাকাবাসীর পক্ষে উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য কামাল হোসেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা তার ক্ষমতা বলে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যসহ আর্থিকভাবে দুর্নীতির বিরুদ্ধে গত ২৫ আগস্ট বিক্ষোভ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরবর্তী গত ০৩ অক্টোবর ২০২৪ তারিখে সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ অপর সহকারী শিক্ষা কর্মকর্তা সরেজমিনে তদন্ত করার সময় প্রধান শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করে জবানবন্দি দেন। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পরবর্তী সময় উক্ত প্রতিবেদন যথাযথ প্রক্রিয়ার মাধ্যে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করে। কিন্তু অদ্যবধি উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ে উন্নয়নসহ শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকসহ এলাকাবাসী।


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com