পঞ্চগড়ে
তারুণ্যের উৎসবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
তারুণ্যের উৎসবে ‘আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে চলছে মাসব্যাপী তারুণ্যের উৎসব। এই উৎসবের নানা আয়োজনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শুরু হয়েছে‘ আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ১ নং মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। এই কর্মসূচিতে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্কুল পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হবে।


তরুণদের সামাজিক সংগঠন উত্তরণের সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক জানান, এই কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেবে। শিশুদের আত্নবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই তাদেরকে এসব শিক্ষা দেয়া প্রয়োজন। কর্ম থেকেই তারা আনন্দ লাভের পাশাপাশি নতুন কিছু অর্জন করবে। তাদের মধ্যে লিডারশিপ তৈরি হবে। তাই তারুণ্যের উৎসবে এই আয়োজন। জাতীয় সংগীত ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।


বিদ্যালয়ের শিক্ষক শামীম আরার সঞ্চালনায় ও সিনিয়র শিক্ষক নাজিরা নাসরিন বুবলির পরিচালনায় উদ্বোধনৗ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন, এল জি ই ডির নির্বাহী পরিচালক মাহমুদ জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক , সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, উত্তোরনের উপদেষ্টা মেহেদী হাসান খান বাবলা, বাংলাভিষনের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, উত্তরণের সদস্য ইফ্ফাত আনজুম প্রমুখ।


আলোচনা শেষে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে জেলা প্রশাসকসহ শিক্ষার্থীরা মাঠ পরিচ্ছন্ন করতে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ১৯ টি ইভেন্ট আয়োজিত হবে।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com