
পঞ্চগড় সদর উপজেলায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পঞ্চগড় জেলা শাখা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে ছিল সোয়েটার, জ্যাকেট, মাফলার, ফুলহাতা গেঞ্জি, প্যান্ট, ট্রাউজার ও ছোট বাচ্চাদের জামা-কাপড়।
স্থানীয় চারশ পরিবারের এক হাজার দুইশ শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আবায়ক ও রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ফরিদ আহম্মেদ মানিক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খজির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রউফ রন্জন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আজিজার রহমান, জেলা মৎস্যজীবী দলের সদস্য নূর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/বিপ্লব/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]