চিলমারীতে
তেল ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
তেল ডিপো স্থায়ীকরণ ও জ্বালানি তেল সরবরাহের দাবিতে মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম জেলার চিলমারী নদী বন্দরের ভাসমান তেল ডিপো স্থায়ীকরণ ও আগামী ইরি মৌসুমের শুরুতে জ্বালানি তেল সরবরাহের দাবিতে কুড়িগ্রাম জেলার কৃষক শ্রমিকরা মানববন্ধন করেছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় চিলমারী উপজেলা পরিষদ চত্বরে রংপুর বিভাগ ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাটিকাটা-জোড়গাছ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে৷


মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু।


এসময় বক্তারা দ্রুত ভাসমান তেল ডিপো চালু ও স্থায়ীকরণের দাবি জানান।


উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ভাসমান তেল ডিপো যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বার্জ দুটি জ্বালানি তেলশূন্য অবস্থায় পড়ে আছে। তেল না থাকায় বিপাকে পড়েছেন কয়েক লাখ ভোক্তা।


খোঁজ নিয়ে জানা যায়, ব্রহ্মপুত্র নদের নাব্য সংকট দেখিয়ে দীর্ঘ সময় ধরে তেলশূন্য অবস্থায় আছে বার্জগুলো। অথচ এই ব্রহ্মপুত্র নদের রুট ব্যবহার করে প্রতিনিয়ত ভারত থেকে পণ্য আনা-নেওয়া হচ্ছে। এছাড়া এই রুটে চলাচল করছে ফেরি।


দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে মেঘনা ও যমুনা কোম্পানির দুটি ভাসমান তেল ডিপো স্থাপিত হয় চিলমারীতে। ডিপো দুটির অনুমোদিত ২২ জন ডিলার রয়েছেন।


বিবার্তা/রাফি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com