ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০৭
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে ইসলামপুর সদরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টে একজনকে কারাদণ্ড প্রদান করেছে।


জানা যায়, গত কয়েকদিন ধরে ইসলামপুর সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া গাইমারী ব্রীজের পশ্চিমে আলাই নদের তীরে একটি গোরস্থানের পাশে বেকু মেশিনে অবৈধ খনন করা হচ্ছিল। এতে নদীর তীর, ফসল জমি ও গোরস্থান ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় স্হানীয় সচেতন এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট অবৈধ মাটি বিক্রি কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার দাবি জানান।


পরে বুধবার (৮ জানুয়ারি) বিকালে ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থল ইসলামপুর সদর ইউনিয়নের আলাই ব্রিজের পশ্চিম পাশে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।


এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারা অনুযায়ী রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং এক্সকেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। আটককৃত রফিকুল ইসলাম পচাবহলা গ্রামের মৃত রহিম সরকারের ছেলে।


এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ওসমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com